জাতির অহংকার, বীর জনতা রবি জয় প্রতীক স্বাধীনতার কথা জানান দেয়ার জন্যে ব্রহ্মপুত্র চীন বাংলাদেশ সেতু ২ এর দক্ষিণে চারটি সোপানের উপর দাড়িয়ে তার আলোক বর্তিকা ছড়াচ্ছে। এতে রয়েছে ঐতিহাসিক ছয় দফার প্রতীক ০৬টি বলয়। এই বলয়ের ৭১টি তিনকোণা প্যানেলের মাধ্যমে ৭১ এর মহান মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কে বোঝানো হয়েছে। ঐতিহাসিক ০৭মার্চ কে স্মরণীয় করে রাখার জন্য আরো ০৭টি বলয় সংযোজন করা হয়েছে। ২৬টি রাইফেল দেখে।রয়েছে জাতীয় ফুলশাপলা। সব মিলিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রাপ্তিকে বুঝতে কষ্ট হবার কারণনেই। চূঁড়োয় খচিত লালসূর্য, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের অঙ্গীকারকে জানান দিচ্ছে অতন্দ্রপ্রহরীর মতো। ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে এখানে তৈরী হবে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর ও অডিটরিয়াম।ব্রহ্মপুত্র নদের ব্রিজের দক্ষিণে তাকালে স্বাধীনতার লাল সূর্য পতাকাটি কে দেখে আবেগ আপ্লুত হতে ইহবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস