খেলাধুলা ও বিনোদন |
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯১৬ সালে ‘‘লীলাদেবী শিল্ড'' ফুটবল খেলা অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহ জেলায় ফুটবলের সূচনা হয়। তারপর ১৯১৮-২০ সালের মধ্যে কোন এক সময়ে ফুটবল লীগ শুরু হয়। ১৯৩০ সালে ক্রিকেট লীগ শুরু হয় এবং প্রায় তার পরপরই হকি লীগ শুরু হয়। এ জেলায় প্রথম দেশীয় ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৮৯৮ সালে। তারপর স্থাপিত হয় পন্ডিত পাড়া এসি ১৯১০ সালে। ১৯২২ সালে একটানা ১৮ বছর পন্ডিত পাড়া এসি ক্লাব লীগ চ্যাম্পিয়ন হয়ে এ জেলার ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় ও বিরল দৃষ্টান্ত স্থাপন করে। ময়মনসিংহে অনুষ্ঠিত সূর্যকান্ত শীল্ড, তাজমহল শীল্ড ও সুবেন্দ্র সরোজিনী শিল্ড খেলাগুলো সর্বদাই আকর্ষণীয় ছিল। এছাড়া ময়মনসিংহের ঐতিহ্যবাহী খেলা হিসেবে গুটি খেলা, হুম-গুটি খেলা, হা-ডু-ডু, ঘোড় দৌড়, নৌকা বাইচ সুপরিচিত। |
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এ জেলায় বাংলাদেশের বহুল প্রচলিত প্রায় সবকটি খেলার প্রচলন রয়েছে। নীচে জেলা শহরে অনুষ্ঠিত উল্লেখযোগ্য কিছু খেলার সময়কাল ও স্থান বর্ণণা করা হলোঃ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সংস্কৃতি অঙ্গন জেলা শিল্পকলা একাডেমী, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমসমূহঃ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এছাড়াময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী বাংলাদেশশিল্পকলা একাডেমী এবং জেলা প্রশাসন কর্তৃক নির্দেশিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনকরে থাকে। জেলা শিল্পকলা একাডেমী তার নিজস্ব উদ্যোগে বিভিন্ন সময়ে বিবিধ অনুষ্ঠানযেমন: নাট্যসপ্তাহ, নৃত্য-নাট্য সপ্তাহ, লোক-সংস্কৃতি উৎসব ইত্যাদি আয়োজনকরে থাকে। |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিনোদন
পার্ক ও আর্ট গ্যালারী ময়মনসিংহ জেলা শহরে ৩টি পার্ক রয়েছে।ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ডি সি পার্ক, বিপিন পার্ক (জুবলী ঘাট), বোটানিক্যাল গার্ডেন (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)। ডি সি পার্কের পাশেই রয়েছেশিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা যেখানে শিল্পীর দুর্লভ চিত্রকর্মসমূহ দেখা ও তার জীবন সম্পর্কে জানার সুযোগ পাওয়া যাবে।
পাঠাগার জেলায় উল্লেখযোগ্য ২টি পাঠাগার রয়েছে। ত্রিশালে কাজীর শিমলানজরুল স্মৃতি পাঠাগার ও গফরগাঁও এর পাচুয়া গ্রামে অবস্থিতভাষা শহীদ আব্দুল জব্বার পাঠাগার।
যাদুঘর জেলায় ২টি যাদুঘর রয়েছে।ময়মনসিংহ যাদুঘর (ময়মনসিংহ পৌরসভার পাশে অবস্থিত) ও মুক্তিযুদ্ধ যাদুঘর (ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত)। সিনেমা হল জেলা শহরে ৩টিসহ ময়মনসিংহে মোট ২৬টি সিনেমা হল রয়েছে। এসব সিনেমা হলে প্রতিদিন ৪টি শো-এর মাধ্যমে দেশী-বিদেশী সিনেমা দেখানো হয়।জেলায় অবস্থিত সিনেমা হলসমূহের তালিকা
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পালাগান, যাত্রা ও মেলা
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ময়মনসিংহশহরে একসময় সার্কাস, যাত্রাপালা ও পুতুল নাচের বেশ জনপ্রিয়তা ছিল। কিন্তু বর্তমানেকেবল ময়মনসিংহ চেম্বার এন্ড কমার্স আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলায় সার্কাস দেখাযায়। হিন্দুদের পূজা এবং বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠানে মাঝে মাঝে পুতুল নাচ দেখা গেলেও একসময়কার ব্যাপক জনপ্রিয় যাত্রাপালা আর দেখা যায়না বললেইচলে। সাংস্কৃতিক সংগঠন সমগ্রময়মনসিংহে দু'শরও অধিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিদ্যমান। তার মধ্যে উল্লেখ্য কিছুপ্রতিষ্ঠানের নামের তালিকাদেয়া হ'ল-
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS