Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

District Women's Sports Organization

জেলা মহিলা ক্রীড়া সংস্থা

 

শরীর ও মন সুস্থ রাখার জন্য শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নেই। দেশের জনসাধারণের অর্ধেকই নারী থাকলেও ক্রীড়াক্ষেত্রে নারীদের উপস্থিতি অত্যন্ত নগণ্য। ক্রীড়াক্ষেত্রে নারীদের আগ্রহ ও উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে জেলা মহিলা ক্রীড়া সংস্থা থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

মহিলা ক্রীড়াসংস্থার সভানেত্রী হিসেবে জেলা প্রশাসক এর সহধর্মিণী যোগ দেওয়ার পর মহিলা ক্রীড়াসংস্থার কার্যক্রমে গতিশীলতা আসে। প্রতিষ্ঠান হিসেবে সংস্থাটি প্রাণ ফিরে পায়।

 

বিভিন্ন জাতীয় দিবস উদযাপন

জেলা মহিলা ক্রীড়া সংস্থা মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করে থাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মেয়েদের জন্য বিভিন্ন খেলাধূলাার আয়োজনের মধ্য দিয়ে দিবসগুলো উদযাপন করা হয়।    

 

বিভিন্ন খেলায় মেয়েদের প্রশিক্ষণ

বর্তমানে শেরপুর ক্রীড়াঙ্গনে মেয়েদের উপস্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মহিলা ক্রীড়াবিদদের ক্রীড়া প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে অংশগ্রহণকারী মেয়েদের আগ্রহ ও প্রয়াস দেখা গিয়েছে । বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁরা তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন বলে আশা করা যায়। ক্রীড়াক্ষেত্রে নারীদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে দেশের সার্বিক কল্যাণ তরান্বিত হবে বলে আশা করা যায়।