মহারাজ সূর্যকান্তের বাড়ি
মুক্তাগাছা শহরে শিবরামের বসতবাড়ির অংশ ছিল বর্তমান কলেজবাড়ি। শিবরামের পুত্র ছিল রঘুনন্দন।
তিনি অপুত্রক হওয়ায় গৌরিকামত্মকে দত্তক হিসেবে গ্রহণ করেন। গৌরিকামেত্মর পুত্র ছিল কাশিকামত্ম তবে কাশিকামত্ম অপুত্রক হওয়ায় তার স্ত্রী লক্ষী দেবী ফরিদপুরের বাজিতপুর গ্রাম থেকে সূর্যকামত্মকে দত্তক পুত্র হিসাবে আনেন। এই সূর্যকামেত্মর নামেই বাড়িটি পরিচিতি লাভ করে। রাজা সূর্যকামত্ম অপুত্রক হওয়ায় তিনি রাজা জগৎকিশোরের পুত্র শশীকামত্মকে দত্তক হিসেবে গ্রহণ করেন। শশীকামত্ম বাংলা ১১২০ সালে বাংলার গভর্নর লর্ড রোনাল্ড কর্তৃক মহারাজা উপাধি পেয়েছিলেন। তিনি ১৯১৩ সালে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। মহারাজা সূর্যকামত্ম’র বাড়ির ভিতরের অংশ ভেঙ্গে ফেলে নতুনভাবে শহীদস্মৃতি সরকারী কলেজের জন্য দুটি একাডেমিক দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। তবে বাড়িটির সম্মুখভাবে ভবনটির নির্মাণশৈলী অক্ষুন্ন রেখে দ্বিতল ভবনে রূপামত্মর করা হয়েছে যার নিচতলা প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই বাড়ীর সম্মুখভাগের কারম্নকর্মখচিত দৃষ্টিনন্দন নির্মাণশশৈলী পর্যটকদের আকর্ষনীয় বস্ত্ত। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস