Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কালুশাহ বা কালশার দিঘি
স্থান

উস্থি ইউনিয়ন,হালুয়াঘাট

কিভাবে যাওয়া যায়

ময়মনসিংহ হইতে বাসযোগে হালুয়াঘাট এবং হালুয়াঘাট হইতে রিক্সাযোগে উস্থি ইউনিয়ন।

যোগাযোগ

0

বিস্তারিত

 

কালুশাহ বা কালশার দিঘি

ষোড়শ শতকে সেকান্দর শাহের ছেলে ফরিদ শাহের ছোট ভাই কালুশাহ মাইজবাড়িতে তাঁর বাড়ির সামনে প্রায় চৌদ্দ একর জমি জুড়ে একটি পুকুর খনন করেন।  এটাই কালুশাহর দিঘি নামে পরিচিত।

এটা এখনও পূর্বাবস্থায় বহাল রয়েছে। কালুশাহ উস্থি ইউনিয়নের বড়বাড়িতে ২টি দূর্গ স্থাপন করেছিলেন এবং  দিলিস্ন­র সুলতানের বিরম্নদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন বলে শোনা যায়। এতে  দিলি­র সুলতানের সৈন্যদের সাথে এক ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধে কালুশাহ পরাসত্ম হন ও তাঁর মাথা কেটে সুলতানের সৈন্যগণ দিলিস্ন­ নিয়ে যায়। মাথাহীন দেহ  পুকুরের পূর্ব পাড়ে সমাহিত করা হয়।