Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলা ও বিনোদন

 

 

১৯১৬ সালে ‘‘লীলাদেবী শিল্ড'' ফুটবল খেলা অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহ জেলায় ফুটবলের সূচনা হয়। তারপর ১৯১৮-২০ সালের মধ্যে কোন এক সময়ে ফুটবল লীগ শুরু হয়। ১৯৩০ সালে ক্রিকেট লীগ শুরু হয় এবং প্রায় তার পরপরই হকি লীগ শুরু হয়। এ জেলায় প্রথম দেশীয় ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৮৯৮ সালে। তারপর স্থাপিত হয় পন্ডিত পাড়া অ্যাথলেটিক্স ক্লাব (এসি)। এটি ১৯১০ সালে জমিদার শশীকান্ত আচার্য চৌধুরীর ছেলে স্নেহাংশ আচার্য চৌধুরী প্রতিষ্ঠা করেন। ১৯২২ সালে একটানা ১৮ বছর পন্ডিত পাড়া এসি ক্লাব লীগ চ্যাম্পিয়ন হয়ে এ জেলার ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় ও বিরল দৃষ্টান্ত স্থাপন করে। ময়মনসিংহে অনুষ্ঠিত সূর্যকান্ত শীল্ড, তাজমহল শীল্ড ও সুবেন্দ্র সরোজিনী শিল্ড খেলাগুলো সর্বদাই আকর্ষণীয় ছিল। এছাড়া ময়মনসিংহের ঐতিহ্যবাহী খেলা হিসেবে গুটি খেলা, হুম-গুটি খেলা, হা-ডু-ডু, ঘৌড় দৌড়, নৌকা বাইচ সুপরিচিত।
খেলাধুলার জন্য ময়মনসিংহ জেলায় ৩টি স্টেডিয়াম ও ১১৮টি মাঠ রয়েছে। তন্মধ্যে বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ শহরে অবস্থিত। অপর একটি বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয় ক্যাম্পাসে অবস্থিত, যা ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত। আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামটি উপযুক্ত না হলেও স্থানীয় বিভিন্ন প্রতিযোগীতামূলক ম্যাচের জন্য এটি ব্যবহারযোগ্য। তৃতীয় স্টেডিয়ামটি ময়মনসিংহের অন্যতম উপজেলা গৌরীপুরে অবস্থিত।

উল্লেখযোগ্য ক্লাব

পন্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ময়মনসিংহ রাইফেল ক্লাব, অসিত মেমোরিয়াল ক্লাব, ফ্রেন্ডস ইলেভেন ক্লাব, কাউন্টি ক্লাব, শেখ জামাল ক্রিকেট একাডেমি, উদয়ন ক্রীড়াচক্র, পুলিশ স্পোর্টিং ক্লাব, মুকুলফৌজ অ্যাথলেটিক্স ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র, ময়মনসিংহ ফুটবল একাডেমি,শাপলা ক্রীড়া চক্র, রেনেসা ক্লাব, সূর্যমুখী যুবমেলা অ্যাথলেটিক্স ক্লাব, সোনালী অতীত ক্লাব, বৈকালী ক্লাব, সিরাজ মেমোরিয়াল ক্লাব, গুলকিবাড়ি ক্রীড়াচক্র ও আলহেলাল স্পোর্টিং ক্লাব।

 

   

এ জেলায় বাংলাদেশের বহুল প্রচলিত প্রায় সবকটি খেলার প্রচলন রয়েছে। নিচে জেলা শহরে অনুষ্ঠিত উল্লেখযোগ্য কিছু খেলার সময়কাল ও স্থান বর্ণনা করা হলোঃ

খেলারনাম

সময়কাল

স্থান

ফুটবল

এপ্রিল- অক্টোবর

সার্কিট হাউজ মাঠ ও ময়মনসিংহ স্টেডিয়াম মাঠ

ক্রিকেট

এপ্রিল- অক্টোবর

সার্কিট হাউজ মাঠ ও ময়মনসিংহ স্টেডিয়াম মাঠ

হকি

এপ্রিল- অক্টোবর

সার্কিট হাউজ মাঠ

শরীরচর্চা, ভারোত্তোলন,

জিমন্যাস্টিক, কারাত-জুডো

সারাবছর

ময়মনসিংহ জিমন্যাসিয়াম

টেবিল টেনিস

মে- জুন

শহরের বিভিন্ন ক্লাব ও সংস্থা

ব্যাডমিন্টন, বাস্কেটবল

জানুয়ারি-ফেব্রুয়ারি

ময়মনসিংহ স্টেডিয়াম

দাবা

বছরের বিভিন্ন সময়

ময়মনসিংহ জিমন্যাসিয়াম

সাঁতার

আগস্ট-অক্টোবর

ময়মনসিংহ সুইমিংপুল

অ্যাথলেটিকস

নভেম্বর-ফেব্রুয়ারি

ময়মনসিংহ স্টেডিয়াম

জাতীয় পর্যায়ে অংশগ্রহণকৃত ময়মনসিংহের কৃতি খেলোয়াড়

১. মাহমুদুল্লাহ রিয়াদ (ক্রিকেট)

২. সানোয়ার হোসেন (ক্রিকেট)

৩. সাইফুল ইসলাম (ক্রিকেট)

৪. মাহবুবুর রহমান সেলিম (ক্রিকেট)

৫. হাবিবুর রহমান (ফুটবল)

৬. সাবিনা খাতুন (ফুটবল)

৭. আরিফ খান জয় (ফুটবল)

৮. মতিয়ার রহমান (অ্যাথলেটিক্স)

৯. মকবুল  হোসেন (অ্যাথলেটিক্স)

১০. রাখাল মজুমদার (অ্যাথলেটিক্স)

১১. জাহাঙ্গীর ফয়েজ (অ্যাথলেটিক্স)

সংস্কৃতি অঙ্গন

জেলা শিল্পকলা একাডেমী, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমসমূহঃ

 

তারিখ

অনুষ্ঠান

স্থান

২১ফেব্রুয়ারি

মহানএকুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একাডেমি মিলনায়তন

২৬মার্চ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একাডেমি মিলনায়তন

১৪এপ্রিল

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়নুল আবেদীন সংগ্রহশালা চত্বর

১৬ডিসেম্বর

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একাডেমি মিলনায়তন

১১-১৩জৈষ্ঠ্য

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে তিন দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুলমঞ্চ, দরিরামপুর, ত্রিশাল

২৫জৈষ্ঠ্য

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একাডেমি মিলনায়তন

 

এছাড়াও ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং জেলা প্রশাসন কর্তৃক নির্দেশিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। জেলা শিল্পকলা একাডেমি তার নিজস্ব উদ্যোগে বিভিন্ন সময়ে বিবিধ অনুষ্ঠান যেমন: নাট্যসপ্তাহ, নৃত্য-নাট্য সপ্তাহ, লোক-সংস্কৃতি উৎসব ইত্যাদি আয়োজন করে থাকে।

 

বিনোদন


পার্ক ও আর্ট গ্যালারী

ময়মনসিংহ জেলা শহরে ৩টি পার্ক রয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জয়নুল আবেদীন পার্ক, বিপিন পার্ক (জুবলী ঘাট), বোটানিক্যাল গার্ডেন (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)। জয়নুল আবেদীন পার্কের পাশেই রয়েছেশিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা যেখানে শিল্পীর দুর্লভ চিত্রকর্মসমূহ দেখা ও তার জীবন সম্পর্কে জানার সুযোগ পাওয়া যাবে।

 

পাঠাগার

জেলায় উল্লেখযোগ্য ২টি পাঠাগার রয়েছে। ত্রিশালে কাজীর শিমলা নজরুল স্মৃতি পাঠাগার ও গফরগাঁও এর পাচুয়া গ্রামে অবস্থিত ভাষা শহীদ আব্দুল জব্বার পাঠাগার। এছাড়াও রয়েছে গণগ্রন্থাগার, মুসলিমি ইন্সটিটিউট পাঠাগার, গোলাম সামদানী পাঠাগার এবং দূর্গাবাড়ি পাঠাগার।

 

যাদুঘর

জেলায় ২টি যাদুঘর রয়েছে। ময়মনসিংহ যাদুঘর (ময়মনসিংহ পৌরসভার পাশে অবস্থিত) ও মুক্তিযুদ্ধ যাদুঘর (ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত)।

 

সিনেমা হল

জেলা শহরে ৩টিসহ ময়মনসিংহে মোট ২৬টি সিনেমা হল রয়েছে। এসব সিনেমা হলে প্রতিদিন ৪টি শো-এর মাধ্যমে দেশী-বিদেশী সিনেমা দেখানো হয়। জেলায় অবস্থিত সিনেমা হলসমূহের তালিকা
সদরের সিনেমা হল সমূহ হলো - পূরবী, ছায়াবানী, মোমেনশাহী সেনানিবাস।

পালাগান, যাত্রা ও মেলা                                                                

মেলা

তারিখ/সম্ভাব্যসময়

স্থান

বৈশাখী মেলা

১৪এপ্রিল

শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক

জাতীয় বৃক্ষমেলা

জুন/জুলাই

টাউনহল চত্বর

জাতীয় কৃষিমেলা

অক্টোবর/নভেম্বর

টাউনহল চত্বর

জাতীয় গ্রন্থমেলা

এপ্রিল/মে

মুসলিম ইন্সটিটিউট

বাণিজ্য মেলা

জানুয়ারি/ফেব্রুয়ারি

বালুচর, কাচারিঘাট

রথযাত্রা

চৈত্র

বড়বাজার এবং খাগডহর বাজার

অষ্টমীস্নান মেলা

বৈশাখ/চৈত্র

স্বদেশী বাজার

জন্মাষ্টমী মেলা

ভাদ্র/আশ্বিন

বিপিন পার্ক

পুষ্প মেলা জানুয়ারি / ফেব্রুয়ারী
টাউন হল চত্বর
উন্নয়ন মেলা ডিসেম্বর / জানুয়ারী জিমন্যাসিয়াম
বৃক্ষ মেলা আগষ্ঠ / সেপ্টেম্বর                জিমন্যাসিয়াম
তথ্য মেলা ডিসেম্বর / জানুয়ারী জিমন্যাসিয়াম
ডিজিটাল উদ্ভাবনী মেলা জানুয়ারী / মার্চ জিমন্যাসিয়াম
আয়কর মেলা নভেম্বর জিমন্যাসিয়াম
নির্মল যাত্রা উৎসব অক্টোবর / নভেম্বর টাউন হল চত্বর
তাঁতবস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা জুলাই টাউন হল চত্বর

 

ময়মনসিংহ শহরে একসময় সার্কাস, যাত্রাপালা ও পুতুল নাচের বেশ জনপ্রিয়তা ছিল। কিন্তু বর্তমানে কেবল ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলায় সার্কাস দেখা যায়। হিন্দুদের পূজা এবং বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠানে মাঝে মাঝে পুতুল নাচ দেখা গেলেও একসময়কার ব্যাপক জনপ্রিয় যাত্রাপালা আর দেখা যায়না বললেই চলে।

সাংস্কৃতিক সংগঠন

সমগ্র ময়মনসিংহে দু'শরও অধিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিদ্যমান। তার মধ্যে উল্লেখ্য কিছু প্রতিষ্ঠানের নামের তালিকা নিচে দেয়া হ'ল

ক্রমিক নং

প্রতিষ্ঠান

কর্মকর্তাদের নাম ও পদবী

ঠিকানা

০১

জেলা শিল্পকলা একাডেমী

আরজু পারভেজ

জেলা কালচারাল অফিসার

মোবাঃ ০১৭১২ ৫২৪২৮৩

          ০৯১-৬৭৫৯০

০২

বাংলাদেশ শিশু একাডেমী,
 

ময়মনসিংহ জেলা শাখা

মেহেদী হাসান

জেলাশিশু বিষয় কর্মকর্তা

হরিকিশোর রায় রোড, ময়মনসিংহ।

মোবাঃ০১৯১৪ ১২৮৪৮১

০৩

জয়নুল আবেদীন সংগ্রহশালা

মুকুল দত্ত

সহকারী কীপার

মেহগনীরোড, ময়মনসিংহ।

মোবাঃ ০১৭১৭ ২৭৬১৫০

০৪

বহুরূপী নাট্য সংস্থা

শাহাদাত হোসেন খান হিলু

সচিব

টাউনহল চত্বর

মোবাঃ০১৭১১-৩৩৮০৪০

০৫

ঝিলিক নাট্য সংস্থা

মোঃ সাইফুল ইসলাম দুদু

সাধারণ সম্পাদক

কাঁচিঝুলী, ময়মনসিংহ।

মোবাঃ০১৫৫২-৪৬৫৭৭৯

০৯১-৬৫৯৩৩

০৬

ময়মনসিংহ লোক

কৃষ্টি সংস্থা

এল,আর বাবুল

সাধারণ সম্পাদক,

আবুল মনসুর সড়ক

০৯১-৫৩৩৯৩

০৭

মুখোশ নাট্য সংস্থা

আব্দুল হক শিকদার

সভাপতি

চতুর্থশ্রেণী কর্মচারী সমিতি

মোবাঃ০১৭১২-২৫৭৩৬৩

০৮

বিদ্রোহী নাট্য গোষ্ঠী

আজহার হাবুল

সভাপতি

টাউনহল চত্বর

মোবাঃ০১৭১১-১৬১৫৬৪

০৯

ছায়ানট সাহিত্য ও

সাংস্কৃতিক দল

শরিফ মাহফুজুল হক আপেল

প্রতিষ্ঠাতা সভাপতি

আবুল মনসুর সড়ক

মোবাঃ ০১৭১৬ ০১৭০০৬

১০

নাট্যঙ্গণ নাট্য পরিবার

ফরিদ আহমেদ দুলাল

সভাপতি

৬৯,রামবাবু রোড, ময়মনসিংহ

মোবাঃ০১৭১১-১০৫১৪১

১১

গফরগাঁও থিয়েটার

ডাঃএইচ এ গোলন্দাজ তারা

সভাপতি

গফরগাঁও, ময়মনসিংহ

মোবাঃ০১৭১১-৩৫৫৬৩৭

১২

আঙিনা নাট্য ও

সাংস্কৃতিক গোষ্ঠী

একে এম মামূনুল হক বিপ্লব

সভাপতি

মহারাজা রোড

মোবাঃ০১৬১২-৫৪৪৯৫২

১৩

অক্ষর নাট্য সংস্থা

মোঃমোজাম্মেল হোসেন মঞ্জু

পরিচালক

৩৭,কলেজ রোড

মোবাঃ০১৭১৬-৪৪৫৯১৩

১৪

মুকুলফৌজ নাট্য গোষ্ঠী

আমজাদ দোলন

সম্পাদক

মহারাজারোড, ময়মনসিংহ

০১৬১২ ২৬৯০৬৯

১৫

উদীচী নাট্য প্রকল্প

সারওয়ার কামাল রবিন

সাধারণ সম্পাদক

হরিকিশোর রায় রোড, ময়মনসিংহ।

মোবাঃ০১৭১৬ -৩০৫৬৭১

১৬

অনসাম্বল থিয়েটার

আবুল মনসুর

সভাপতি

হরিকিশোর রায় রোড, ময়মনসিংহ।

০১৭২২ ০৭৮৪৫২

১৭

সাহিত্য সংসদ নাট্য প্রকল্প

কবি মোশাররফ করিম

আহবায়ক

কাঁচারীঘাট, ময়মনসিংহ।

১৮

কান্ডারী নাট্যাঙ্গণ

রেজাউল করিম

সম্পাদক

নওমহল, ময়মনসিংহ।

মোবাঃ ০১৭১৭-১৬৪৭১৭

১৯

মুকুলফৌজ সাংস্কৃতিক

একাডেমী

আমীর আহমেদ চৌধুরী রতন

সচিব

মহারাজা রোড, ময়মনসিংহ।

মোবাঃ০১৭১১-৬৮৩৪২৫

২০

স্ব-ভূমিসাহিত্য ও

সাংস্কৃতিক গোষ্ঠী

এসএম সাজিদুল হাসান

সাধারণসম্পাদক

ময়মনসিংহ পৌরসভা

মোবাঃ০১৭১২-৬০৪৫৫৭

২১ সন্দীপন মোঃ মাহবুব হোসেন শরিফ

নওমহল

মোবাঃ ০১৭১৫ ১৫১০১৫

২২ কবিয়াল আমজাদ দোলন

নজরুল সেনা স্কুল

মোবাঃ ০১৬১২ ২৬৯০৬৯

২৩ রঙ্গভূমি থিয়েটার হাসানুজ্জামান মোবাঃ ০১৯৩৮ ৮৫৬১১০
২৪ পঙটি সংস্কৃতি চর্চাকেন্দ্র রজত কান্তি দেবনাথ

উদয়ন হাই স্কুল

মোবাঃ ০১৭১৮ ৮৮৩৯০৬

২৫ বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন সংস্থা আব্দুল হক শিকদার

কাচারি রোড

মোবাঃ ০১৭২৭ ২৫৭৩৬৩

২৬ জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ

প্রফেসর ড. মন্জুরুল আলম

সভাপতি

মৃত্যুন্জয় স্কুল রোড

মোবাঃ ০১৭৫২ ৯২৯০২৪