Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ময়মনসিংহ জেলা ইনোভেশন টিমের বাৎসরিক প্রতিবেদন

জেলা ইনোভেশন টিমের এপ্রিল/2018 মাসে অনুষ্ঠিত সভার কার্যপত্র

 

সভাপতি

:

. সুভাষ চন্দ্র বিশ্বাস

জেলা প্রশাসক, ময়মনসিংহ।

সভার স্থান

:

জেলা প্রশাসক, ময়মনসিংহের সম্মেলন কক্ষ।

তারিখ

:

1৫ এপ্রিল, 2018

সময়

:

বেলা 12.30 ঘটিকা।

                            

2. আলোচ্য বিষয় সিদ্ধান্তসমূহ:

 

ক্র:

আলোচ্য বিষয়

সিদ্ধান্ত

 

1

চলমান উদ্যোগ সমূহ

চলমান উদ্যোগসমূহের অগ্রগতির প্রতিবেদন প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় ।

 

 

2

সমাপ্তকৃত উদ্যোগ সমূহ

সমাপ্ত উদ্যোগসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে সৃষ্ট সমস্যা চিহ্নিত করে প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয় ।

 

 

3

নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন

নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

4

ফেইস বুকের মাধ্যমে গ্রুপ তৈরী

যোগাযোগের ক্ষেত্রে ফেইসবুক গ্রুপটি আরো কাযকরীভাবে ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

5

বিবিধ

1.উপজেলা নিবাহী অফিসার (সকল) এবং ইনোভেশন সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন মমে সিদ্ধান্ত গৃহীত হয়।

2. আগামী 30/03/2018 তারিখের মধ্যে ওয়েব সাইটে জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষক নিবন্ধন কাযক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।